ফ্রান্স জাতীয় দলের দুই ম্যাচের স্কোয়াডে টানা অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। কোচ দিদিয়ে দেশমের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে কি না, তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। অবশেষে নিজেই মুখ খুললেন এই তারকা ফরোয়ার্ড। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দেশমের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আগের মতোই রয়েছে।
নেশন্স লিগের ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগের জন্য ফ্রান্স দলে ফিরেছেন এমবাপে। গত বছরের অক্টোবর ও নভেম্বরে টানা দুইবার তাকে স্কোয়াডের বাইরে রাখেন দেশম। বিষয়টি নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। তবে সে সময় কোনো ব্যাখ্যা দেননি ফরাসি কোচ।
পরবর্তীতে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপে’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশম বলেন, ইউরোতে নাক ভাঙার পর পুনর্বাসন, পিএসজির কঠিন সময় এবং নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়েই এমবাপেকে দলের বাইরে রাখা হয়েছিল।
“সম্পর্ক ভেঙে গেলে আমি ফোনই ধরতাম না”
সম্প্রতি ফরাসি পত্রিকা ‘লু পারিজিয়াঁ’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে স্পষ্ট জানিয়ে দেন, তার এবং দেশমের মধ্যে কোনো তিক্ততা নেই।
“না, আমাদের সম্পর্কে ফাটল ধরেনি। যদি তাই হতো, তাহলে আমি কখনোই তার ফোন ধরতাম না। সবাই আমাকে চেনে, আমি যদি কারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তাহলে আর যোগাযোগ রাখি না। তবে মতবিরোধ থাকতে পারে, যেটা যেকোনো সম্পর্কেই স্বাভাবিক।”
“দেশমের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সবসময় ছিল। জাতীয় দলে আমি তার অধীনেই খেলছি, তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছেন। আমরা একসঙ্গে অনেক সাফল্য পেয়েছি। দুই-একটি মতবিরোধ কখনোই আমাদের সম্পর্ক নষ্ট করতে পারে না।”
এমবাপে আরও জানান, “যেকোনো কাজে সহকর্মীদের মধ্যে মতবিরোধ হয়। তবে এর মানে এই নয় যে, আপনি তাকে অপছন্দ করেন বা অসম্মান করেন।”
ফ্রান্স দলে ফিরে ব্যস্ত সূচির সামনে এমবাপে
ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে। জাতীয় দলের জার্সিতে ৪৮ গোল করে তিনি ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন।
আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মাঠে নেশন্স লিগের প্রথম লেগ খেলবে ফ্রান্স। তিন দিন পর প্যারিসে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোতে এমবাপে কেমন পারফর্ম করেন, তা নিয়ে আগ্রহ রয়েছে ফুটবল ভক্তদের মধ্যে।