Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটধারাবাহিক ব্যর্থতা, অদৃশ্য বাধা বলছেন তাওহিদ হৃদয়

ধারাবাহিক ব্যর্থতা, অদৃশ্য বাধা বলছেন তাওহিদ হৃদয়

বিপিএলের লিগ পর্বে ধারাবাহিক ব্যর্থতায় দারুণ চাপের মুখে ছিলেন তাওহিদ হৃদয়। ১২ ম্যাচে মাত্র ১৯৮ রান করে রানখরার এই ধকল তাকে মানসিকভাবে গ্রাস করেছিল। নিজেও অনুভব করছিলেন, যেন কোথাও একটা অদৃশ্য বাধায় আটকে গেছেন।

অবশেষে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে তিনি খুঁজে পেলেন নিজের ছন্দ। মাত্র ৫৬ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় জানান, লেখকদের লেখার জটিলতা “রাইটার্স ব্লক”-এর মতো অনুভূতির মধ্যে ছিলেন তিনিও। লিখেছেন, “পরিশ্রম, ধৈর্য আর চেষ্টার কোনো কমতি ছিল না। তবু রান পাচ্ছিলাম না।”

এমন পরিস্থিতিতে তামিম ইকবালের কাছ থেকে পাওয়া মানসিক সমর্থন ছিল হৃদয়ের জন্য সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, “তামিম ভাই অভিভাবকের মতো পাশে থেকেছেন। তার অনুপ্রেরণা ছিল অসাধারণ।”

বরিশালের কোচিং স্টাফ ও সতীর্থরাও হৃদয়ের ওপর রেখেছেন অটুট বিশ্বাস। ফিজিও বায়েজিদ ও কোচ শাহীন আলমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

হৃদয়ের এই রানে ফেরা বরিশালের জন্য দারুণ স্বস্তির। ফাইনালে তার ধারাবাহিকতা দলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাড়াবে। একইসঙ্গে জাতীয় দলও তাকে নিয়ে আশাবাদী হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments