রোহিতের নেতৃত্বে মুগ্ধ শেবাগ

0
21
ছবি: সংগৃহীত

রোহিত শর্মার নেতৃত্বগুণ নিয়ে বরাবরই সংশয় ছিল অনেকের মনে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ করেছেন, তিনি শুধুমাত্র একজন ভালো ক্রিকেটারই নন, বরং একজন সফল অধিনায়কও। ভারতের সাবেক ক্রিকেটার ভিরেন্দর শেবাগ মনে করেন, রোহিত সেই বিরল নেতাদের একজন, যারা সবসময় নিজেদের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেন।

প্রথমদিকে রোহিতকে সহজাত নেতা হিসেবে দেখা হয়নি। তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ সাফল্য তার নেতৃত্বের দক্ষতা প্রমাণ করে। পরে জাতীয় দলেও ধাপে ধাপে দায়িত্ব নেওয়ার পর ২০১৮ সালে নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জিতিয়ে অধিনায়ক হিসেবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেন। যদিও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমি-ফাইনালে বাদ পড়ার পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও ট্রফি হাতছাড়া করায় তার সাফল্য অনেকটাই আড়ালে চলে যায়।

তবে গত এক বছরে রোহিত ভারতকে দুটি বড় আইসিসি শিরোপা—টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। শেবাগ তার কৌশলী সিদ্ধান্ত ও দলের প্রতি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। খেলোয়াড়দের সঙ্গে খোলামেলা যোগাযোগ রাখার কারণে দলে নিরাপত্তাহীনতা তৈরি হতে দেন না রোহিত, যা তাকে একজন সত্যিকারের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেবাগের মতে, রোহিতের নিঃস্বার্থতা ও দলের প্রতি দায়বদ্ধতাই তাকে অসাধারণ অধিনায়ক করে তুলেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন