Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলরোনালদোকে ধরে রাখতে আল নাসরের 'শতাব্দীর সেরা চুক্তি'

রোনালদোকে ধরে রাখতে আল নাসরের ‘শতাব্দীর সেরা চুক্তি’

সৌদি আরবের ক্লাব আল নাসরে আরও একটি মৌসুম খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর অনুযায়ী, ক্লাবটির অবিশ্বাস্য প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি এই পর্তুগিজ মহাতারকা।

এই চুক্তির আওতায় শুধু বিপুল অঙ্কের অর্থই নয়, রোনালদো পাচ্ছেন ক্লাবটির আংশিক মালিকানাও। ক্লাবের মালিকানার ৫ শতাংশ শেয়ার হস্তান্তর করা হবে রোনালদোকে। তাঁর নিবেদন ও পারফরম্যান্স বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে আল নাসরের মালিকপক্ষ।

রোনালদোর আয়ও আকাশছোঁয়া। এক মৌসুমে তাঁর বেতন দাঁড়াবে প্রায় ২২৯৫ কোটি টাকা। অর্থাৎ, মাসে প্রায় ১৯১ কোটি টাকা, দিনে ৬ কোটি ৩০ লাখ টাকা, এমনকি প্রতি সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা।

শুধু অর্থ ও মালিকানা নয়, রোনালদোর বিশেষ শর্তও মেনে নিচ্ছে আল নাসর। দল শক্তিশালী করতে রোনালদো নিজেই কয়েকজন খেলোয়াড়ের নাম প্রস্তাব করেছেন। এর মধ্যে কাসেমিরোকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে মার্কা।

কাসেমিরো আল নাসরে এলে রোনালদোর সঙ্গে এটি হবে তার তৃতীয় ক্লাব। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ের সাক্ষী হয়ে।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments