Thursday, March 27, 2025
spot_img
হোমক্রিকেটআইপিএল দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে চান কারান

আইপিএল দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে চান কারান

ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান জাতীয় দলে ফেরার জন্য আইপিএলকেই বেছে নিয়েছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেও সম্প্রতি ইংল্যান্ডের সাদা বলের দলে জায়গা পাননি তিনি। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন কারান। এরপর ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। ফলে সাদা বলের অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন জস বাটলার। এদিকে জাতীয় দলে ফেরার জন্য আইপিএলে ভালো করার লক্ষ্য নিয়েছেন কারান।

সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে কারান বলেন, ‘আমার প্রধান লক্ষ্য হলো ইংল্যান্ডের দলে ফেরা। তবে আমি কখনওই দলের জন্য পারফেক্ট রোল পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারতের বিপক্ষে সিরিজে দল অতিরিক্ত ব্যাটার ও পেসার খেলিয়েছে।’

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার মাধ্যমে আবার জাতীয় দলে জায়গা করে নিতে চান কারান। তার মতে, ‘দলে ফেরার একমাত্র উপায় হলো ভালো পারফরম্যান্স। রান করা ও উইকেট নেওয়া ছাড়া বিকল্প নেই। আমি এখন শারীরিকভাবে ভালো বোধ করছি এবং আইপিএলে ভালো কিছু করতে চাই।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments