Thursday, March 27, 2025
spot_img
হোমক্রিকেটরাজনীতিবিদ সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

রাজনীতিবিদ সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

৪ কোটি ১৫ লাখ টাকার চেক প্রতারণা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ২৪ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। ​

মামলার বিবরণ অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় অভিযোগ করা হয়, ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণা করেছেন তারা। ​

এরপর ১৮ ডিসেম্বর আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিরা পলাতক থাকায় ২৪ মার্চ তাদের সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। ​

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments