গত বছর সারের হয়ে মাত্র এক ম্যাচ খেলতেই বিপাকে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে দুই ইনিংসে ৬০ ওভারের বেশি বল করে ৯ উইকেট পেলেও ম্যাচের দুই আম্পায়ার তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন। এরপর একাধিক পরীক্ষায় ব্যর্থ হয়ে তিন মাসের জন্য নিষিদ্ধ ছিলেন তিনি। তবে তৃতীয় দফায় পরীক্ষায় পাশ করে অবশেষে সন্দেহের বেড়াজাল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
এদিকে, ফের আলোচনায় এসেছে সারের হয়ে তার খেলার সম্ভাবনা। তবে সেই সম্ভাবনা ঠিক কতটা? এ নিয়ে কথা বলেছেন ইংলিশ কাউন্টি দলটির প্রধান কোচ গ্যারেথ ব্যাটি।
সারের হয়ে খেলবেন সাকিব? কী বললেন ব্যাটি?
সারে কোচ গ্যারেথ ব্যটি জানিয়েছেন, সাকিবকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই, তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
“এই মুহূর্তে সারের হয়ে সাকিবের খেলার কোনো পরিকল্পনা নেই। তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কারণ ভবিষ্যতে পরিস্থিতি কী হবে, তা এখনই বলা সম্ভব নয়,”— বলেন ব্যাটি।
লন্ডনে গিয়ে অ্যাকশন সংশোধন করেছিলেন সাকিব
সাকিব গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখানে লন্ডনের ওভাল মাঠের পাশে একটি হোটেলে থেকে সারের অনুশীলন সুবিধা গ্রহণ করেন। প্রায় দুই সপ্তাহ ধরে সারেতে কোচ ব্যাটি ও মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেমের সঙ্গে কাজ করে নিজের বোলিং অ্যাকশন ঠিক করেন তিনি।
এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, সারের হয়ে আবারও মাঠে নামতে পারেন সাকিব।
‘সাকিব সাহায্য চেয়েছিল, আমরা করেছি’
সাকিবের বোলিং অ্যাকশন সংশোধন করতে সাহায্য করার বিষয়ে ব্যাটি বলেন,
“সাকিবের কাছ থেকে আমার কাছে ফোন এসেছিল। তিনি তার অ্যাকশন নিয়ে কাজ করতে চেয়েছিলেন। যেহেতু তিনি আমাদের হয়ে খেলছিলেন, তখন তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। তাকে সাহায্য করার ব্যাপারে আমার কোনো দ্বিধা ছিল না।”
সাকিবের সারের হয়ে ফের খেলার সম্ভাবনা প্রসঙ্গে ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক তৌহিদ কুরেশির প্রশ্নের জবাবে ব্যাটি বলেন,
“সাকিব আমাদের হয়ে খেলেছিলেন, তাই তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব ছিল। তিনি এখন বৈধভাবে বোলিং করতে পারবেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”
সারের দরজা কি এখনও খোলা?
যদিও ব্যটি স্পষ্ট করেছেন, বর্তমানে সারের পরিকল্পনায় সাকিব নেই, তবে ভবিষ্যতে কিছু হতে পারে,
“এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে কী হবে, তা বলা কঠিন। সব সম্ভাবনা উড়িয়ে দেওয়াও ঠিক হবে না।”
সাকিব কি আবারও সারের জার্সিতে মাঠে নামবেন? নাকি কাউন্টিতে অন্য কোনো দলের হয়ে দেখা যাবে তাকে? আপাতত অপেক্ষায় থাকতে হবে তার ভক্তদের।