দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
ভেনেজুয়েলার কারাকাসে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় দলটি। ৪২ মিনিটে রিভার প্লেটের অগাস্তিন রুবের্তো ব্যবধান দ্বিগুণ করেন। চিলির হয়ে ৬১ মিনিটে একমাত্র গোলটি করেন হুয়ান রসেল।
অন্যদিকে, ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ জন নিয়ে খেলে তারা। ৫৭ মিনিটে আর্থুর দিয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ৭৪ মিনিটে প্রতি-আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন পেদ্রো।
ছয় দলের এই চূড়ান্ত পর্বে লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই। প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আর্জেন্টিনা এবং তিনে ব্রাজিল।