Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলবার্সার তাণ্ডবে বিধ্বস্ত রিয়াল, শিরোপা পুনরুদ্ধার

বার্সার তাণ্ডবে বিধ্বস্ত রিয়াল, শিরোপা পুনরুদ্ধার

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও এল ক্লাসিকোয় বড় জয় দেখল ফুটবল বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ক্লাসিকোতে চার বা তার বেশি গোল দিল বার্সেলোনা।

খেলার প্রথমার্ধেই মূলত নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ৪-১ গোলের বিশাল লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। রবার্ট লেভানডফস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া ও অ্যালেক্স বালদের চোখ ধাঁধানো গোল রিয়ালকে স্রেফ হতবাক করে দেয়। যদিও ম্যাচের ৩ মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে এমবাপ্পের গোলে রিয়াল এগিয়ে গিয়েছিল।

বিরতির পর নাটক আরও জমে ওঠে। বার্সার গোলরক্ষক ভয়চেক সেজনির লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সুযোগ কাজে লাগিয়ে রিয়াল ব্যবধান ৫-২ করে। কিন্তু ইনাকি পেনিয়া এবং রক্ষণভাগের দুর্দান্ত প্রদর্শনে বার্সেলোনা আর কোনো সুযোগ দেয়নি।

এই জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা রেকর্ড ১৫তম বারের মতো নিজেদের ঘরে তুলল হান্সি ফ্লিকের বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীকে টানা দুই এল ক্লাসিকোতে বিশাল ব্যবধানে হারিয়ে আরও একবার প্রমাণ করল দলীয় শক্তি।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments