Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসুপার কাপ ফাইনালে প্রতিশোধের অপেক্ষা রিয়ালের

সুপার কাপ ফাইনালে প্রতিশোধের অপেক্ষা রিয়ালের

অক্টোবরে লা লিগার ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৪-০ গোলের বড় হার রিয়াল মাদ্রিদের শিবিরে এখনো তীব্র ক্ষত সৃষ্টি করে রেখেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার মুখোমুখি হওয়ার আগে সেই হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর রিয়ালের তারকারা।

রোববার রাতে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে লড়বে রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

৪-০ গোলের বিব্রতকর সেই পরাজয়ের স্মৃতিতে এখনো ভুগছেন ফেদে ভালভার্দে। ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে উরুগুইয়ান মিডফিল্ডার বলেন, “ওই হার খুব কষ্ট দিয়েছে। প্রথমার্ধে ভালো সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে আমরা তাদের চেয়ে অনেক পিছিয়ে পড়েছিলাম। এরপর রাতে ঘুমানোও কঠিন হয়ে গিয়েছিল। তবে সেই ম্যাচই আমাদের আজকের দলে পরিণত করেছে।”

অন্যদিকে, সেই হারের পর থেকে রিয়াল ফর্মের তুঙ্গে। সবশেষ পাঁচ ম্যাচে জিতেছে টানা, আর লা লিগার পয়েন্ট টেবিলে উঠেছে শীর্ষে। বার্সেলোনা, বিপরীতে, তাদের শেষ ১১ ম্যাচের মধ্যে চারটি হেরেছে।

রিয়ালের জন্য এটি এক মাসের কম সময়ে দ্বিতীয় ফাইনাল। গত মাসে তারা পাচুকাকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল। এবার সুপার কাপের শিরোপা ধরে রেখে আত্মবিশ্বাস আরও বাড়াতে চান ভালভার্দে।

তিনি বলেন, “আগামীকালকের ফাইনাল মৌসুমের বাকি অংশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিবারই এই শিরোপা আমাদের প্রেরণা দিয়েছে। এবারও একই কাজ করতে চাই।”

গত জানুয়ারির ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। এবারো সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিজ্ঞ দলটি।

 

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments