Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটসিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স

সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স

প্রায় মরা ম্যাচে শেষ ওভারে কিছুটা উত্তেজনা জাগালেন সিলেটের পেসার রিস টপলি। জয়ের জন্য খুলনার দরকার ছিল মাত্র ৫ রান। টপলির প্রথম চার বলে আসে মাত্র ২ রান। গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে তখন রোমাঞ্চের সঞ্চার। কিন্তু চাপের মুখে হাল ছাড়েননি উইলিয়াম বোসিস্টো। পঞ্চম বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন এই অস্ট্রেলিয়ান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই জয় নিশ্চিত করে তারা।

মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে খুলনার দাপট

বল হাতে শুরুতে উইকেট শিকার করার পর ব্যাট হাতে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৮ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংস তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়।

পাওয়ার প্লেতে মিরাজের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তোলে খুলনা। এরপর নাঈম শেখ ও আফিফ হোসেন দ্রুত ফিরে গেলেও মিরাজ দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। যদিও ফিফটির পর মন্থর গতিতে খেলে শেষ পর্যন্ত বিদায় নেন ৭০ রানে।

শেষ দিকে উইলিয়াম বোসিস্টো ও অ্যালেক্স রসের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় নিশ্চিত করে খুলনা।

মানজির ঝড়ে সিলেটের উড়ন্ত শুরু, তবে হতাশা শেষ পর্যন্ত

টস জিতে ব্যাটিংয়ে নামা সিলেট শুরুতে হারায় রনি তালুকদারকে। তবে স্কটিশ ব্যাটার জর্জ মানজির ঝোড়ো ইনিংসে পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে তারা। মানজি ২৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৮ রান করেন।

তবে মানজির বিদায়ের পর আর কেউই সেভাবে রানের চাকা সচল রাখতে পারেননি। জাকির হাসান কিছুটা চেষ্টা করলেও (৩২ বলে ৪৪ রান), বাকিরা ছিলেন নিষ্প্রভ। তিন পেসার আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদের দারুণ বোলিংয়ে সিলেটকে ১৫২ রানে আটকে দেয় খুলনা।

পয়েন্ট টেবিলের চিত্র

এই জয়ে ৯ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে খুলনা টাইগার্স। অন্যদিকে ৯ ম্যাচে মাত্র ২ জয়ে সবার নিচে রয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments