চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার ৫৪ বলে ৯০ রানের ইনিংস খেললেন তানজিদ হাসান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় তার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় পায় ঢাকা ক্যাপিটালস। ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কার ঝড়।
সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা ছুঁতে পারেননি তানজিদ। ম্যাচ শেষে অবশ্য আক্ষেপ নেই তার। জানিয়েছেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি পেয়েছেন তিনি।
বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার তালিকায় এগিয়ে আছেন তানজিদ। ১০ ইনিংসে তার ছক্কার সংখ্যা ২৭, যা ভেঙেছে তাওহিদ হৃদয়ের রেকর্ড। ক্রিস গেইলের এক আসরে ৪৭ ছক্কার রেকর্ড ভাঙার সুযোগও আছে তানজিদের, যদি প্লে-অফ পর্যন্ত পৌঁছায় ঢাকা।
এখন পর্যন্ত ৪২০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ। ছন্দ ধরে রেখে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের সহজাত ব্যাটিং বজায় রাখতে চান এই ওপেনার।