Friday, March 28, 2025
spot_img
হোমক্রিকেটঅবিশ্বাস্য তাসকিন, একাই নিলেন ৭ উইকেট

অবিশ্বাস্য তাসকিন, একাই নিলেন ৭ উইকেট

দুর্বার রাজশাহীর বিপক্ষে দিনের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে ব্যাট করে ১৭৪ রানের পুঁজি তুলেছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট একাই তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার করা শেষ ২ ওভারে নিয়েছেন ৫ উইকেট।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন লিটন। অন্যদিকে ১০ বলে ৯ রান করে আউট হন তানজিদ।

শুরুর ধাক্কা সামাল দিতে ক্রিজে আসেন স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপু। দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। সুযোগ বুঝে আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ফায়দাও লুটেছেন এসকিনাজি এবং দিপু। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে ঢাকা।

পাওয়ারপ্লে শেষেও ছুটেছেন এসকিনাজি এবং দিপু। দুজনের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে চাঙা হয় ঢাকার ইনিংস। দুজনই ফিফটির পথে থাকলেও ফিফটি ছুঁতে পারেননি এসকিনাজি। ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলীয় ৯৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান এসকিনাজি।

দিপু অবশ্য ফিফটি ছুঁয়েছেন। তবে থেমেছেন ফিফটি ছুঁয়েই। ৪১ বলে ৫০ রান করে বিদায় নেন দিপু। মাঝে অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শুভাম রাঞ্জানি ১৩ বলে ২৪ রান করেন। আলাউদ্দিন বাবু খেলেছেন ৯ বলে ১৩ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ঢাকা।

দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ১টি করে উইকেট নেন মোহর শেখ এবং হাসান মুরাদ।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments