তাসকিন আহমেদের বল স্টিভেন টেইলরের ব্যাট ছুঁয়ে জমা পড়ল আকবর আলির গ্লাভসে। সঙ্গে সঙ্গে ভাগ বসালেন সাকিব আল হাসানের কীর্তিতে। এরপর রাকিবুল হাসানকে এলবিডব্লিউ করে এককভাবে চূড়ায় উঠলেন তাসকিন। বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন তার।
রোববার মিরপুরে টেইলরকে আউট করে চলতি আসরে নিজের ২৩তম উইকেট পান তাসকিন। এরপর রাকিবুলকে বিদায় করে তুলে নেন ২৪তম উইকেট, যা তাকে নিয়ে যায় রেকর্ডের শীর্ষে। এর আগে ২০১৯ সালের বিপিএলে সাকিব নিয়েছিলেন ২৩ উইকেট। তবে তিনি খেলেছিলেন ১৫ ম্যাচ।
রাজশাহী এদিন ব্যাটিংয়ে সংগ্রহ করে মাত্র ১১৯ রান। এমন স্বল্প পুঁজি নিয়েও দলকে আশা জাগান তাসকিন। প্রথম ওভারেই টেইলরকে সাজঘরে ফিরিয়ে এনে দলকে সাফল্যের পথে এগিয়ে দেন। পরে নিজের শেষ ওভারে রাকিবুলকে আউট করে নতুন ইতিহাস গড়েন।
এই মৌসুমে ১১ ম্যাচেই ২৪ উইকেট শিকার করেন ফর্মে থাকা ২৯ বছর বয়সী পেসার তাসকিন। ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে আসর শুরু করেছিলেন তিনি। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ক্যারিয়ারসেরা ১৯ রানে ৭ উইকেট শিকার করে আলোড়ন তোলেন।
বিপিএলের এক আসরে ২২ উইকেট নেওয়ার নজির রয়েছে ছয়জনের। তবে সবার চেয়ে এগিয়ে তাসকিন। এর মাধ্যমে নিজেকে শীর্ষে প্রতিষ্ঠিত করলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক।