Monday, April 14, 2025
spot_img
হোমক্রিকেটক্ষোভে ফুঁসলেন হৃদয়-ইবাদত, শাস্তি পেলেন দু'জনই

ক্ষোভে ফুঁসলেন হৃদয়-ইবাদত, শাস্তি পেলেন দু’জনই

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের শুরুতে বড় ধাক্কা খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তির মুখে পড়েছেন দলের অধিনায়ক তাওহিদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন চৌধুরি। এর জেরে পরের ম্যাচে খেলতে পারবেন না হৃদয়, আর ইবাদতকে গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিতর্কিত এক ঘটনার সূত্র ধরে উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে ইবাদতের একটি বল ব্যাটে না লাগলেও জোরালো আবেদন করেছিলেন মোহামেডানের ক্রিকেটাররা। তবে আম্পায়ার তানভির আহমেদ সাড়া না দেওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন ইবাদত। হাতের সোয়েট ব্যান্ড ছুড়ে মারেন মাটিতে, যা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে মাঠে নেমে আসেন লেগ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কিন্তু তার উপস্থিতিতেই আরও উত্তপ্ত হয়ে ওঠেন মোহামেডান অধিনায়ক হৃদয়। শরফুদ্দৌলার দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে দেখা যায় তাকে। এরপর মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম এসে হৃদয়কে শান্ত করেন এবং সরিয়ে নেন। আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এগিয়ে আসেন পরিস্থিতি ঠান্ডা করতে।

ঘটনার পর মাঠে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ইবাদতের সেই বল ‘ইমপ্যাক্ট’ ছিল স্টাম্পের বাইরে, তাই আম্পায়ারের সিদ্ধান্ত যথাযথই ছিল।

শুধু এই একটি ঘটনা নয়, এর আগে মিরাজের বলেও এলবিডব্লিউর একটি আবেদন প্রত্যাখ্যান করেন আম্পায়ার, সেটিও মোহামেডানের খেলোয়াড়দের অসন্তোষ বাড়ায়। পরবর্তী বলে ইবাদতের একটি ওয়াইড ডেলিভারিতে মিঠুনের দিকে বল ছুঁড়ে দেন মাহিদুল ইসলাম, যা অল্পের জন্য তার গায়ে লাগেনি। বিষয়টি নিয়েও আম্পায়ারের কাছে অভিযোগ জানান আবাহনী ব্যাটাররা।

সব মিলিয়ে ম্যাচ শেষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি ঘোষিত হয় হৃদয় ও ইবাদতের বিরুদ্ধে। ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন, হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইবাদতকে দেওয়া হয়েছে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট। তবে মোহামেডানের অনুরোধে জরিমানার টাকা মওকুফ করা হলেও হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এদিকে আগে থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে সুপার লিগ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ফলে এখন অধিনায়কত্ব ছাড়া খেলতেই মাঠে নামতে হবে মোহামেডানকে। গুরুত্বপূর্ণ এই পর্বের শুরুতেই এমন শাস্তি দলের জন্য যে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments