দোমেনিকো তেদেস্কোর সঙ্গে বিরোধে দেড় বছরের বেশি সময় জাতীয় দল থেকে দূরে থাকা থিবো কোর্তোয়াকে আবার দলে পেতে আশাবাদী বেলজিয়ামের নতুন কোচ রুদি গার্সিয়া। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষককে আন্তর্জাতিক ফুটবলে ফেরানোর পরিকল্পনা করছেন তিনি।
২০২৩ সালের জুনে জাতীয় দলের নেতৃত্ব নিয়ে বিতর্কে জড়িয়ে খেলায় বিরতি নেন কোর্তোয়া। তবে তেদেস্কোর বিদায়ের পর ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ফেরার সম্ভাবনা উজ্জ্বল।
গার্সিয়া বলেন, “থিবো কোর্তোয়া বেলজিয়ামের অন্যতম সেরা খেলোয়াড়। যদিও আমাদের ভালো গোলরক্ষক আছে, তবে থিবো বিশ্বের সেরা। তার অভিজ্ঞতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বেলজিয়ামের জন্য রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনার মতো খেলোয়াড়দের গুরুত্বও তুলে ধরেন গার্সিয়া। তাদের সঙ্গে কথা বলার জন্য শিগগিরই তিনি মাদ্রিদ, ম্যানচেস্টার ও নেপলস সফর করবেন।
গার্সিয়া আরও জানান, সাবেক তারকা এদেন আজারকেও দলের সঙ্গে পরামর্শক ভূমিকা রাখার প্রস্তাব দেওয়া হবে। আজারের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বকাপ অভিযানে দলের জন্য বড় সম্পদ হতে পারে।
আগামী মার্চে নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাই পর্বে ইউক্রেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম। দলের ভারসাম্য ফেরানোর লক্ষ্যেই এগোচ্ছেন গার্সিয়া।