Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের বাজিমাত

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের বাজিমাত

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজের লড়াই শুরু করেছে পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লাহোরে আজ শনিবার লড়াইয়ের শুরুতেই বাজিমাত করেছেন নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৫ ওভারে ২৫২ রানে থামে পাকিস্তান। চোটের কারণে ব্যাট করতে পারেননি পাকিস্তানি পেসার হারিস রউফ।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রানের চাকা শুরুতে ঘুরেছে ধীর গতিতে। ৪৫.৪ ওভারে ২৫৪ রানে ৬ উইকেট হারানোর সময়ও মনে হয়নি কিউদের রান ৩০০ ছাড়াবে। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করেছেন গ্লেন ফিলিপস। তাঁর ঝোড়ো গতির ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় করা ১০৬ রানের কল্যাণেই নিউজিল্যান্ডের রান ৫০ ওভার শেষে ৩৩০ স্পর্শ করেছে।

নিজের প্রথম সেঞ্চুরি করার পথে শেষ ৫ ওভারে মিশেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ফিলিপস। এই ৩০ বলে দুজন মিলে করেছেন ৮৪ রান। এমনকি ফিলিপসের শেষ ৫৬ রান এসেছে মাত্র ১৯ বলে। শেষ ওভারে সেঞ্চুরি পূরণ করার পথে শাহিন শাহ আফ্রিদির এক ওভারেই ফিলিপস করেছেন ২৫ রান। অন্য প্রান্তে অপরাজিত থাকা ব্রেসওয়েল করেছেন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান।

ফিলিপসের আগে ৩৯ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দুজন মিলে গড়েন ১১২ বলে ৯৫ রানের জুটি। উইলিয়ামসন ৮৯ বলে ৫৮ আর মিচেল করেন ৮৪ বলে ৮১ রান। পাকিস্তানের হয়ে শাহিন ৩ উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৮৮ রান। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আবরার আহমেদ।

জবাব দিতে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। তবে তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ২০১৫ সালের পর প্রথম ওপেন করতে নামা বাবর আজম। ফিরে যান ২৩ বলে ১০ রান করে। ফখর এক প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। তবে দারুণ ব্যাট করতে থাকা ফখর দলীয় ১১৯ রানে ফিরে গেলে বড় ধাক্কা খায় পাকিস্তান। ৬৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন এ ওপেনার।

ফখরের বিদায়ের পর সালমান আগা (৪০) ও তায়াব তাহির (৩০) কিছুটা আশা জাগিয়েছিলেন বটে। যদিও তা মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত ২৫২ রানের বেশি আর করতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট করে নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments