বুধবার সকালে বাংলাদেশের নারী ক্রিকেটে এলো একদিনে দুটি ঐতিহাসিক জয়। সিনিয়র নারী দল ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর, এবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করল বাংলাদেশের নারীরা।
মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৩৬ বলে অপরাজিত ২৯ রান করে দলের ইনিংস মেরামত করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। তার সঙ্গে ২১ রানের কার্যকর ইনিংস খেলেন আফিয়া আশিমা। তাদের জুটিতে ভর করে ১২২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেও স্কটল্যান্ড আটকে যায় ২০ ওভারে ১০৩ রানে। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণি এবং ফিল্ডারদের তীক্ষ্ণতায় চাপে পড়ে তারা। দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন আনিসা আক্তার, ২৫ রানে নেন ৪ উইকেট। এছাড়া ফিল্ডিংয়েও ঝলক দেখান সাদিয়া ইসলাম।
স্কটিশ ওপেনার পিপা স্প্রাউল ৪৩ রান করলেও দলের বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। স্কটল্যান্ডের শেষ দিকের ব্যাটাররা এক অঙ্কের রানেই ফিরে যান, ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে এক নম্বর গ্রুপে সুপার সিক্স নিশ্চিত করল সুমাইয়া আক্তারদের দল। সেখান থেকে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে খেলতে হবে আরও দুটি ম্যাচ।
এর আগে নেপালের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তাদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিল।