অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা। টপ অর্ডারের ব্যর্থতার পর আফিয়া আশিমা ইরার লড়াকু ইনিংসে কিছুটা ভরসা পেলেও দলকে বড় পুঁজি এনে দেওয়া সম্ভব হয়নি।
কুয়ালালামপুরে ৯২ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুর পরও অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৮৬ রানে গিয়েছিল চাপে। শেষ দিকে জান্নাতুল মাওয়ার দুর্দান্ত বোলিংয়ে অজিদের জন্য ম্যাচ কঠিন হয়ে ওঠে। তবে শেষ ওভারে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন জান্নাতুল, আর ব্যাটিংয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যামিল্টন খেলেন ম্যাচজয়ী ৩০ রানের ইনিংস।