Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটঅবিশ্বাস্য জয়-হার, কেন এত অননুমেয় পাকিস্তান?

অবিশ্বাস্য জয়-হার, কেন এত অননুমেয় পাকিস্তান?

ম্যাচের শেষ বল পর্যন্ত বোঝা দায়, পাকিস্তান জিতবে নাকি হেরে যাবে! কখনো জেতা ম্যাচে হঠাৎ করেই ধস, কখনো আবার হারের দোরগোড়া থেকে অবিশ্বাস্যভাবে জয়। এমন চিত্র পাকিস্তান ক্রিকেটে দেখা যায় নিয়মিত। তাই তো তাদের বলা হয় ক্রিকেটের সবচেয়ে ‘অননুমেয়’ দল!

এই তকমা পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজেও এর নিখুঁত উদাহরণ দেখা গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রানের পাহাড় টপকে ৬ উইকেট ও ৬ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পাকিস্তান। অথচ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই একই দল ২৫০ রানের আগেই অলআউট হয়ে গেল!

এভাবে ম্যাচের মাঝে ওঠানামা, হঠাৎ বিপর্যয় বা নাটকীয় প্রত্যাবর্তন যেন পাকিস্তান দলের নিত্যসঙ্গী। পাকিস্তানের এই ‘অননুমেয়’ চরিত্র নিয়ে কথা বললেন দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় পর পাকিস্তানের এই আনপ্রেডিক্টিবিলিটি নিয়ে এক সাংবাদিক রিজওয়ানের কাছে জানতে চান। কেন পাকিস্তান একতরফাভাবে ম্যাচ জিততে পারে না? প্রায় সব ম্যাচেই নাটকীয়ভাবে দুলতে দুলতে জয়-পরাজয় নির্ধারিত হয়!

জবাবে রিজওয়ান বলেন, “এটা শুধু আমাদের ক্রিকেটে নয়, বরং আমাদের সংস্কৃতির মধ্যেই আছে। আমাদের সমাজও এমন, আমাদের সন্তানদের ভবিষ্যৎও অনিশ্চিত।”

অধিনায়ক আরও বলেন, “পাকিস্তান সবসময়ই এমন ছিল, সেটা অস্ট্রেলিয়া হোক বা জিম্বাবুয়ে, আমরা খুব কম ম্যাচই একতরফাভাবে জিতি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটাই আমাদের বাস্তবতা।”

পাকিস্তানের ক্রিকেটের এই অনিশ্চয়তার রহস্য তাহলে এখানেই! তাদের জয়-পরাজয় যতটা না মাঠের খেলার ফল, তার চেয়েও বেশি যেন এক ঐতিহ্য!

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments