Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো লালরের পাশে খাজা

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো লালরের পাশে খাজা

গাজায় ইসরায়েলি হামলা নিয়ে একটি পোস্ট রিটুইট করায় ধারাভাষ্যকারের চাকরি হারিয়েছেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত ক্রিকেট সাংবাদিক পিটার লালর। অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে এসইএন রেডিওতে ধারাভাষ্য দিচ্ছিলেন দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার সাবেক এই প্রধান সাংবাদিক।

ইসরায়েলের গাজা আক্রমণ নিয়ে পোস্ট শেয়ার করায় লালরের বিরুদ্ধে ‘ইহুদি বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগ ওঠে। এরপরই এসইএন কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দেয় ধারাভাষ্য দলের আর অংশ নন তিনি।

লালরকে সরিয়ে দেওয়ার পর তার সমর্থনে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। ফিলিস্তিনের অধিকার নিয়ে সব সময় সোচ্চার থাকা খাজা ইনস্টাগ্রামে লেখেন, ‘গাজার পক্ষে দাঁড়ানো মানেই ইহুদি বিদ্বেষ নয়। এটি কেবল ইসরায়েলি সরকারের ঘৃণ্য আচরণের প্রতিবাদ। এটা ন্যায়বিচার ও মানবাধিকারের কথা।’

লালর নিজেও জানিয়েছেন চাকরি হারানোর কারণ, ‘আমাকে বলা হয়েছে পোস্টটি একপাক্ষিক এবং স্পর্শকাতর ছিল। সেই পক্ষই নাকি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।’

এসইএনের প্রধান ক্রেইগ হাচিনসন বলেন, ‘পিট একজন অসাধারণ সাংবাদিক। তবে আমাদের ভাবতে হবে, কিছু পরিবার এখন ভয়ের মধ্যে রয়েছে।’

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments