ইউরোপা লিগে লিওঁর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) পাওলো মাজ্জোলেনির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন ফেনেরবাচের কোচ জোসে মরিনিয়ো। লিওঁর ডিফেন্ডার সায়েল কুম্বেদি লাল কার্ড এড়িয়ে বারবার ‘ভাগ্যবান’ হয়ে বেঁচে গেছেন বলে মনে করেন পর্তুগিজ এই কোচ।
ম্যাচের ৩১তম মিনিটে ফেনেরবাচের সেবাস্টিয়ান শেমাইনস্কিকে ফাউল করার ঘটনায় কুম্বেদিকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে দাবি করেন মরিনিয়ো। তবে রেফারি সিমোনে সোৎসা কুম্বেদিকে দেখান মাত্র হলুদ কার্ড, এবং ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ আসেনি।
“ভিএআর তো রেফারিকে সাহায্য করার জন্য থাকে। কিন্তু মাজ্জোলেনি (ভিএআর) কোনো সাহায্য করলেন না। মাঠের ভুল মেনে নেওয়া যায়, কিন্তু ভিএআরের কাজই তো ভুল সংশোধন করা!” বলেন ক্ষুব্ধ মরিনিয়ো।
প্রথমার্ধের শেষ দিকে লিওঁর মুসা নিয়াকাতে লাল কার্ড পেলেও ভিএআরের হস্তক্ষেপে সেটি বদলে হলুদ কার্ড দেখানো হয়। তবে দ্বিতীয়ার্ধে কুম্বেদি আবার শেমাইনস্কিকে ফাউল করলেও তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয়নি, যা নিয়ে আরও বেশি হতাশ মরিনিয়ো।
“কুম্বেদি শেমাইনস্কির ঘাড় চেপে ধরেছিল, যা দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড হওয়ার মতো ঘটনা। এটা না দেখে বড় ভুল করেছেন তারা।”
মরিনিয়োর ফেনেরবাচে বর্তমানে ইউরোপা লিগের ২৩তম স্থানে রয়েছে, যেখানে শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় উঠবে। নবম থেকে ২৪তম স্থানের দলগুলোকে প্লে-অফ খেলতে হবে।