সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে রূপকথার গল্প লিখলো বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু ফিফটি ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬০ রানের দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এই জয় দিয়ে নারীদের ক্রিকেটে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ইতিহাস গড়ল টাইগ্রেসরা।
১৮৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবিয়ান দল ১২৪ রানে গুটিয়ে যায়। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ছিলেন বাংলাদেশের সেরা বোলার, ৩৫ রানে শিকার করেন ৩ উইকেট। সঙ্গে রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং মারুফা আক্তার নেন দুটি করে উইকেট।
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৬ রানে হারায় ৩ উইকেট। তবে অধিনায়ক জ্যোতি হাল ধরেন। প্রথমে সোবহানা মুশতারি (২২) এবং পরে স্বর্ণা আক্তারকে (২১) সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। জ্যোতির ৭ চারে সাজানো ১২০ বলে ৬৮ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় লড়াইয়ের পুঁজি।
১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিক দল। মারুফা আক্তার ও নাহিদার তোপে দ্রুতই ফিরে যান হেইলি ম্যাথিউস ও ডান্দেন্দ্র ডটিন। শেমাইন ক্যাম্পবেলের ২৮ রানের ইনিংসে খানিক আশা জাগলেও তাকে বোল্ড করে দেন নাহিদা।
মাঝের ওভারে ফাহিমা ও রাবেয়া দ্রুত উইকেট তুলে নিলে ৭০ রানে ৬ উইকেটে থেমে যায় ক্যারিবিয়ানদের লড়াই। এরপর আর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায়নি তারা।
এই জয়ে ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের জন্য অধিনায়ক জ্যোতির দল আরও আত্মবিশ্বাসী থাকবে।