Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটতৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে 'জিয়া টুর্নামেন্ট'

তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজতে ‘জিয়া টুর্নামেন্ট’

দীর্ঘদিন পর আবারও শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বুধবার (১৫ জানুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, ‘১০ নভেম্বর (২০২৪) আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। বিভাগীয় পর্যায়েও জাঁকজমকভাবে এই প্রতিযোগিতা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। সেদিন দলের মহাসচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

এই টুর্নামেন্টের উদ্দেশ্য নিয়ে আমিনুল বলেন, ‘আমাদের লক্ষ্য ক্রীড়া জাগরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাঠমুখী করা। খেলার মাধ্যমে আমরা একটি সুস্থ সমাজ গড়তে চাই। মাদকমুক্ত দেশ গড়ার জন্য খেলাধুলাই হতে পারে অন্যতম মাধ্যম।’

তিনি আরও জানান, এই টুর্নামেন্ট শুধু জেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না; এটি উপজেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে। সারা বছর ধরে চলমান ক্রীড়া ক্যালেন্ডারের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments