রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংসের ইনিংস শুরুটা ভালো না হলেও গ্রাহাম ক্লার্ক ও উসমান খানের দারুণ ব্যাটিং দলের জন্য ভরসার জায়গা তৈরি করে। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ক্লার্ক ও উসমানের ১২০ রানের জুটি চিটাগংকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।
৪০ রান করে ক্লার্ক আউট হওয়ার পরও থামেননি উসমান। এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৬৩ রানের আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নিজের ইনিংসকে সমৃদ্ধ করতে থাকেন পাকিস্তানি ব্যাটার।
মাত্র ৪৮ বলে সেঞ্চুরি পূরণ করেন উসমান খান, যা রাজশাহীর বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তিনি ১২৩ রান করে বিদায় নেন। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগং ২০ ওভারে পাহাড়সম ২১৯ রানের পুঁজি দাঁড় করায়।
রাজশাহীর সামনে এখন বিশাল লক্ষ্য—২২০ রান। এনামুল হক বিজয়দের ব্যাটিং লাইনআপ কি পারবে এই রানের পাহাড় টপকাতে, সেটাই এখন দেখার বিষয়।