চ্যাম্পিয়নস ট্রফির জন্য আট দলের স্কোয়াড ঘোষণার পর থেকেই একের পর এক চোটে বিপর্যস্ত দলগুলো। পিঠের চোটে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্কিয়া ছিটকে যাওয়ার মাধ্যমে শুরু হয় এই তালিকা। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাঁকে।
পাকিস্তানও বড় ধাক্কা খেয়েছে ওপেনার সাইম আইয়ুবকে হারিয়ে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেলে চোট পাওয়ার পর দ্রুত সুস্থ করতে লন্ডনে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাঁকে খেলানোর আশা ছেড়ে দিয়েছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার অবস্থা আরও করুণ। অলরাউন্ডার মিচেল মার্শ, অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার জশ হ্যাজলউড—তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই ছিটকে গেছেন। এখনো তাঁদের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকাও নর্কিয়ার বদলি হিসেবে জেরাল্ড কোয়েৎজিকে বিবেচনা করেছিল। কিন্তু ত্রিদেশীয় সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিং চোটে তিনিও মাঠের বাইরে চলে যান। ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডির ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও সিএসএ তাদের সময়মতো ফিট হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।
নিউজিল্যান্ড এখনও অপেক্ষায় আছে লকি ফার্গুসনের ফেরার জন্য, যিনি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। ভারতের যশপ্রীত বুমরা ও ইংল্যান্ডের জেমি স্মিথের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচেও চোটের ধাক্কা লেগেছে। পাকিস্তানের হারিস রউফ ইনিংসের মাঝপথে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়েন। অন্যদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ফিল্ডিংয়ের সময় কপালে বলের আঘাত পান। দুজনই আপাতত পর্যবেক্ষণে রয়েছেন।