মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র নয় দিন বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারী নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ তারিখ যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
আজ এক বিবৃতিতে দায়িত্ব পাওয়া ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশ-ভারত- ২০ ফেব্রুয়ারি, দুবাই
অন-ফিল্ড আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক, পল রাইফেল
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
ফোর্থ আম্পায়ার: মাইকেল গফ
ম্যাচ রেফারি: ডেভিড বুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড- ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি
অন-ফিল্ড আম্পায়ার: আহসান রাজা, কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: রডনি টাকার
ফোর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে
পাকিস্তান-বাংলাদেশ – ২৭ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি
অন-ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক
টিভি আম্পায়ার: পল রাইফেল
ফোর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
ম্যাচ রেফারি: ডেভিড বুন
হাইব্রিড মডেলের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ম্যাচ হবে ১২টি। পাকিস্তান মূল আয়োজক হলেও সেখানে যেতে অস্বীকৃতি জানানো ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।