Tuesday, April 29, 2025
spot_img
হোমফুটবলছন্দহীন ইন্টার মিলানের সামনে বার্সা চ্যালেঞ্জ

ছন্দহীন ইন্টার মিলানের সামনে বার্সা চ্যালেঞ্জ

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে ইন্টার মিলান। প্রতিযোগিতার পর প্রতিযোগিতায় হোঁচট খাচ্ছে ইতালিয়ান জায়ান্টরা। সবশেষ তিন ম্যাচেই হার দেখেছে তারা। এমন সময়ে সামনে আরও বড় চ্যালেঞ্জ — চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে হবে দারুণ ফর্মে থাকা বার্সেলোনার। তবে প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান থাকলেও, কোনো ভয় কাজ করছে না বলে জানালেন ইন্টারের কোচ সিমোনে ইনজাগি।

রোববার সেরি আয় নিজেদের মাঠে রোমার কাছে ১-০ গোলে হারে ইন্টার। আগের রাউন্ডে বোলোনিয়ার মাঠেও একই ব্যবধানে হার মানতে হয়েছিল তাদের। এর মাঝেই ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের ফিরতি লেগে এসি মিলানের বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে বিদায় নেয় ইনজাগির দল।

লিগে টানা দুই হারে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে ইন্টার। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা নাপোলি এরই মধ্যে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে গেছে।

এই টালমাটাল অবস্থার মধ্যে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ইন্টার, প্রতিপক্ষ বার্সেলোনা। কাতালান ক্লাবটি তাদের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে কোপা দেল রের শিরোপা। লা লিগায়ও তারা চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে রেয়ালের চেয়ে। চলতি বছর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে হান্সি ফ্লিকের দল।

কোপা দেল রের সেই ফাইনাল ম্যাচ সরাসরি না দেখলেও ইনজাগি জানেন, বার্সেলোনা কতটা ভয়ংকর ফর্মে আছে। রোমার বিপক্ষে হারার পর সামনে কঠিন লড়াইয়ের আগে নিজের দলকে উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।

ইন্টার কোচ বলেন, “বার্সেলোনা কেমন দল, সেটা জানার জন্য গতকালের ম্যাচ দেখা প্রয়োজন ছিল না। আমরা তাদের সম্মান করি, তবে ভয় নিয়ে মাঠে নামব না।”

রোমার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ব্যর্থ হওয়া ইন্টার কোচ আরও যোগ করেন, “আমরা আমাদের সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ফুটবল এমনই। এখন আমাদের দ্রুতই নিজেদের খুঁজে পেতে হবে, কারণ সামনে এখনও লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সব ম্যাচ অপেক্ষা করছে।”

আরও একটি দুশ্চিন্তা যোগ হয়েছে ইন্টার শিবিরে। রোমার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে অ্যাঙ্কেল চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দকে। বার্সেলোনার বিপক্ষে সেমি-ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছেন তিনিও।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments