Friday, April 4, 2025
spot_img
হোমক্রিকেটঢাকা ক্যাপিটালসের অধরা জয়, লিটন-তানজিদের জোড়া শতক

ঢাকা ক্যাপিটালসের অধরা জয়, লিটন-তানজিদের জোড়া শতক

বিপিএলে রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়েছে তারা। চিটাগং কিংসের এক যুগ পুরোনো ১১৯ রানের ব্যবধানের রেকর্ডকে টপকে লিখেছে নতুন ইতিহাস।

লিটন দাস (৫৫ বলে অপরাজিত ১২৫) এবং তানজিদ হাসান তামিমের (৬৪ বলে ১০৮) দাপুটে সেঞ্চুরিতে ঢাকা তুলে নেয় বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর—২৫৪/১। এর আগে সর্বোচ্চ স্কোর ছিল ২৩৯, যা যৌথভাবে করেছিল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অপরাজেয় ২৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন-তানজিদ, যা বিপিএলে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগে রেকর্ডটি ছিল ব্র্যান্ডন ম্যাককালাম ও ক্রিস গেইলের (২০১)।

রাজশাহীর জবাব ছিল হতাশাজনক। ঢাকার বিধ্বংসী বোলিংয়ের সামনে তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। দলের পক্ষে রায়ান বার্ল ৪৭ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে রাহী, মুগ্ধ, মোসাদ্দেক এবং ফরমানউল্লাহ নেন দুটি করে উইকেট।

এ জয়ের মাধ্যমে এবারের আসরে টানা ছয় পরাজয়ের গেরো ভেঙে প্রথম জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, রাজশাহী ছয় ম্যাচে চতুর্থ হার সঙ্গী করেছে।

বিপিএলে দুই ব্যাটারের সেঞ্চুরি শুধু দ্বিতীয়বার দেখা গেল। ২০১৯ সালে রংপুরের হয়ে এমন কীর্তি করেছিলেন হেলস ও রুশো।

ঢাকার এমন দাপুটে পারফরম্যান্স দেশের ক্রিকেটে দীর্ঘদিন মনে রাখার মতো দিন হিসেবে চিহ্নিত হলো।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments