আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আগে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে আরও একবার দাপট দেখালো বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের পর এবার তারা উড়িয়ে দিল পাকিস্তান ‘এ’ নারী দলকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসরা জিতেছে ১৬৭ রানের বিশাল ব্যবধানে। ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানার দায়িত্বশীল ইনিংসের পর শেষ দিকে ঝড় তোলেন জান্নাতুল ফেরদৌস, আর বল হাতে বোলাররা সুনিপুণ আক্রমণে ছিন্নভিন্ন করে দেন পাকিস্তান ‘এ’ দলের ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখিয়েছে আক্রমণাত্মক মানসিকতা। ওপেনিংয়ে ফারজানা হক তুলে নেন ফিফটি, এরপর দলকে নেতৃত্ব দেন নিগার। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে টেনে তোলেন অধিনায়ক, করেন কার্যকরী ৭০ রান। এরপর দ্রুত কিছু উইকেট পড়লেও ইনিংসের শেষ অংশে ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড চাঙ্গা করেন জান্নাতুল ও দিলারা আক্তার। সবমিলিয়ে ৪৯.৪ ওভারে টাইগ্রেসরা করে ২৭৬ রান।
জবাবে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান ‘এ’ দল। মাত্র ৭ রানের মাথায় ফিরে যান দুই ওপেনার। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দুয়া মজিদ, তবে তাতেও লাভ হয়নি। বাংলাদেশি বোলাররা একের পর এক আঘাতে ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং গাঁথুনি। এক পর্যায়ে ১০৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ‘এ’ দল।
ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার মিলে দারুণ বোলিং করে তুলে নেন ছয়টি উইকেট। বাকিরাও ছিলেন ছন্দে। ব্যাট-বল দুই বিভাগেই ছন্দে থাকা এই পারফরম্যান্সে বিশ্বকাপ বাছাইপর্বের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ নারী দল। মাঠে তাদের খেলায় ফুটে উঠেছে প্রতিশ্রুতি ও প্রস্তুতির নিখুঁত মিল।