পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সেখানে পৌঁছানোর পর দুজনকেই দিয়েছে বিশেষ অভ্যর্থনা তাদের দল।
করাচি কিংসের হয়ে খেলার জন্য পাকিস্তানে যাওয়া লিটন দাসকে হোটেলে পৌঁছানোর পর উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় দলটি। করাচি কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের অভ্যর্থনার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। হাস্যোজ্জ্বল লিটনকে দেখে দলটির উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। যদিও করাচির শক্তিশালী স্কোয়াডে লিটনের একাদশে প্রথম দিকেই জায়গা পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাওয়া রিশাদ হোসেনকেও দারুণভাবে স্বাগত জানানো হয়েছে। দলের মালিক, অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার সিকান্দার রাজা সরাসরি রিশাদের রুমে গিয়ে তার খোঁজখবর নেন। সিকান্দার রাজা বাংলায় মজার ছলে রিশাদকে বলেন, “তুমি কি আমার বন্ধু?” — যা মুহূর্তেই পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এই দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে লাহোর কালান্দার্স।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসএলের দশম আসর। দুই বাংলাদেশি তরুণের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের দারুণ সুযোগ।