ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামে গড়াতে চলেছে বিপিএল। চট্টগ্রাম পর্বকে সামনে রেখে আজ (বুধবার) এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের কথা ছিল দুর্বার রাজশাহীর। গণমাধ্যমেও জানানো হয়েছিল সকাল ১০টা থেকে শুরু হবে অনুশীলন।
তবে হঠাৎ করেই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয় দলটি। সকাল পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের অনুশীলন আর হচ্ছে না। বাতিলের কারণ সম্পর্কে কিছু জানায়নি রাজশাহী কর্তৃপক্ষ।