লিভারপুল এফসি চতুর্থ রাউন্ডেই বিদায় নিলো এফএ কাপ থেকে। রবিবার হোম পার্কে চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লাইমাউথের কাছে ১-০ গোলের পরাজয়ে মুখ থুবড়ে পড়ে আর্নে স্লটের দল। বিশৃঙ্খল এই ম্যাচে লিভারপুলের খেলোয়াড়দের ব্যর্থতা চোখে পড়ার মতো ছিল।
ম্যাচ শুরুর দশ মিনিটের মধ্যেই বড় ধাক্কা খায় লিভারপুল। জো গোমেজ পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন নবাগত আইজ্যাক মাবায়া। তবে চোট সমস্যায় তিনিও পরে বদলি হয়ে যান।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গুছিয়ে খেলতে পারেনি লিভারপুল। জমাট রক্ষণ এবং আক্রমণাত্মক প্রেসিংয়ের কারণে স্বাগতিক প্লিমথ সফলভাবে প্রথমার্ধ গোলশূন্য রেখেছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুল আরও বড় ধাক্কা খায়। ৫০ মিনিটে হ্যান্ডবলের কারণে হার্ভি এলিয়টের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়। প্লাইমাউথের ফরোয়ার্ড রায়ান হার্ডি সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন। লিভারপুলের গোলরক্ষক কাওইমিন কেলেহারকে ভুলপথে ফেলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৬০ মিনিটে প্লিমথ আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায়। তবে কেলেহার বুদ্ধিমত্তার সঙ্গে পায়ের ব্যবহার করে হার্ডির প্রচেষ্টা রুখে দেন।
অবস্থা সামাল দিতে কোচ আর্নে স্লট ডারউইন নুনেজকে মাঠে নামান। কিন্তু শেষ পর্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ প্লাইমাউথের রক্ষণভাগ লিভারপুলকে আটকে রাখে। ম্যাচের শেষদিকে যোগ হওয়া নয় মিনিটেও গোলের দেখা পায়নি লিভারপুল।
এই পরাজয়ের ফলে এফএ কাপ থেকে লজ্জাজনক বিদায় নিতে হলো লিভারপুলকে। ম্যাচে ফেডেরিকো কিয়েসা, দিয়োগো জোতা এবং লুইস দিয়াজের পারফরম্যান্স ছিল আশঙ্কাজনকভাবে খারাপ।
লিভারপুলের বিপক্ষে প্লাইমাউথের এই ঐতিহাসিক জয় দলটির জন্য একটি অনন্য অর্জন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।