Thursday, April 3, 2025
spot_img
হোমক্রিকেটবিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ, নতুন রেকর্ড

বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ, নতুন রেকর্ড

বিপিএল ফাইনালে আজ মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খাজা নাফি ও পারভেজ হোসেন উদ্বোধনী জুটিতে চিটাগং কিংস তুলেছে ১২১ রান, যা বিপিএলের ফাইনালে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।

বিপিএলের ফাইনালে এর আগে শতরানের কোনো উদ্বোধনী জুটি ছিল না। বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ৭৬ রানের জুটি গড়েছিলেন গত বছর, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ।

সব মিলিয়ে স্বীকৃত টি–টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটি ষষ্ঠ সর্বোচ্চ উদ্বোধনী জুটি। রেকর্ড ১৫৯ রানের জুটিটা চেন্নাই সুপার কিংসের মাইকেল হাসি ও মুরালি বিজয়ের, ২০১১ আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

মিরপুরে আজ ৭৬ বলে ১২১ রানের জুটি গড়ার পথে দুজনই খেলেছেন হাত খুলে। শুরুটা করেছিলেন পারভেজ। পাওয়ারপ্লেতে চিটাগংয়ের ৫৭ রানের ৩২–ই তুলেছিলেন পারভেজ, সেটিও ১৫ বলে। নাফির রান তখন ২১ বলে ২২। পরে নাফিও বরিশালের বোলারদের ওপর চড়াও হন। ইনিংসের ১২তম ওভারে রিশাদ হোসেনের বলে ছক্কা মেরে ৩৭ বলে ফিফটি পূরণ করেন।

ফিফটি ছোঁয়ার পরের বলেও মারেন ছক্কা নাফি। শেষ পর্যন্ত আউট হন ইনিংসের ১৩তম ওভারে ৪৪ বলে ৬৬ রান তুলে। অন্যদিকে পারভেজ ছিলেন তাঁর মতোই। ৩০ বলে ৫০ ছোঁয়া বাঁহাতি ওপেনার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন ৪৯ বলে ৭৮ রান নিয়ে। ১৯ ওভার শেষে চিটাগংয়ের সংগ্রহ ১ উইকেটে ১৮৮ রান।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments