Friday, April 11, 2025
spot_img
হোমক্রিকেটশৃঙ্খলতাজনিত কারণে একাদশে সুযোগ পাননি সাব্বির

শৃঙ্খলতাজনিত কারণে একাদশে সুযোগ পাননি সাব্বির

শৃঙ্খলতাজনিত কারণে বাদ পড়া সাব্বির রহমানের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারে বারবার নিষেধাজ্ঞার শিকার হওয়া সাব্বির এবারও বিপিএলে কোচ খালেদ মাহমুদ সুজনের সিদ্ধান্তের কারণে দলে জায়গা পাননি।

ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে, যার কোনোটিতেই জয় পায়নি। দলটি তলানিতে রয়েছে, তবে সাব্বিরের খেলার সুযোগ হয়নি এই ম্যাচগুলিতে। কোচ সুজন জানিয়েছেন, কম্বিনেশনের কারণে সাব্বির বাদ পড়েছেন। তবে তার শৃঙ্খলাহীন আচরণও একটি বড় কারণ ছিল।

সিলেট পর্বে নামার আগে কোচ সুজন বলেন, “সাব্বিরকে আমরা খেলাতে পারিনি, এটা কম্বিনেশনের কারণে। কিন্তু এর সঙ্গে কিছু ব্যক্তিগত ইস্যুও ছিল। যেমন, সে ট্রেনিংয়ে অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝামাঝি সময়ে সে অনুশীলনে আসেনি, যা টিম ডিসিপ্লিনের বিষয়। তৃতীয় ম্যাচে, ২ তারিখে, তাকে খেলানো হয়নি শুধুমাত্র অনুশীলনে না আসার কারণে।”

তবে সুজন আশাবাদী যে পরবর্তী ম্যাচে সাব্বিরকে খেলানো হতে পারে। তিনি বলেন, “সাব্বির একজন অভিজ্ঞ ক্রিকেটার। আশা করি, আগামী ম্যাচে তাকে খেলাতে পারব এবং সে ভালো খেলবে। মিডল অর্ডারে তার অভাব রয়েছে, তার অন্তর্ভুক্তি আমাদের জন্য ভালো হবে।”

সাব্বিরের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান কোচ। তিনি বলেন, “আমি সাব্বিরকে বলেছি যে, অনুশীলনে না আসলেও ড্রেসিং রুমে থাকতে হবে। সাব্বির বুঝতে পেরেছে তার ভুল। সে বলেছে, ‘ভুল হয়েছে, আপনি রাগ করবেন না।’ আমি আশা করি, সে পরবর্তী সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করবে।”

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments