Thursday, April 3, 2025
spot_img
হোমফুটবলসিটির সঙ্গে ২০৩৪ পর্যন্ত হলান্ডের চুক্তি

সিটির সঙ্গে ২০৩৪ পর্যন্ত হলান্ডের চুক্তি

ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক আরও গভীর করলেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তিনি সাড়ে ৯ বছরের নতুন চুক্তি করেছেন, যা তাকে ২০৩৪ সাল পর্যন্ত সিটিতে রাখবে। এর আগে, তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। নতুন চুক্তি সেই সময়সীমা আরও ৭ বছর বাড়িয়ে দিয়েছে।

চুক্তির আর্থিক শর্তাদি প্রকাশ না করলেও, ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের মতে, এটি ইতিহাসের অন্যতম বড় চুক্তি। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া হলান্ডের আগের চুক্তিতে থাকা বাই-আউট ক্লজ নতুন চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্পেনের দুই জায়ান্ট রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা হলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল। ফলে গুঞ্জন ছিল, তিনি ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমাতে পারেন। তবে নতুন চুক্তি সেই গুঞ্জনের ইতি টেনেছে।

চুক্তি নবায়ন নিয়ে হলান্ড বলেছেন, “নতুন চুক্তি করতে পেরে আমি দারুণ খুশি। সিটির মতো বিশেষ একটি ক্লাবে আরও দীর্ঘ সময় কাটানোর জন্য আমি উন্মুখ। কোচ, সতীর্থ, ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে উন্নতিতে সাহায্য করেছে। আমি আরও ভালো করতে চাই এবং ক্লাবকে সাফল্য এনে দিতে চাই।”

হলান্ড এরই মধ্যে সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার গোলের ঝড় এবং অসাধারণ পারফরম্যান্সে প্রথম দুই মৌসুমেই ক্লাবকে একাধিক ট্রফি এনে দিয়েছেন। সব মিলিয়ে সিটির হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।

RELATED ARTICLES

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন

Most Popular

Recent Comments